একে একে দুই
দুয়ে দুয়ে চার...
এই সহজ হিসেবটা কষতে
এতটুকু ভুল হয়নি সেদিন!
চোখের পলকে মিলেছিল উত্তর
দুচোখে শুধুই বসন্ত রঙ!


ফলাফলের রেশ টেনে
জটিল গাণিতিক সমস্যা জীবনের পাতায় পাতায়!
কিছু উত্তর সহজেই মেলে
কিছু বা গোঁজামিলে!
স্মৃতির পাতায় কিছু সহজ সমাধান...
সময়ের মূল্যায়নে ভুলে ভরা বর্তমান!
পরিণাম -
কখনও কালবৈশাখী
কখনও বা অকাল শ্রাবন....!

ভীষণ ইচ্ছে হয় -
হারিয়ে যেতে নিরুদ্দেশের ঠিকানায়,
হিসেব সেখানেও!
হারিয়ে যেতে যেতে চিনে কি নেব ফেরার পথ....?


থামে না তবুও
জীবনের পথে অন্তহীন গাণিতিক পথ চলা
পালাবার পথ জানা নেই যে কোনো...!