আমি বলি...
কবিত্বটা সহজাত
ভাবনার নির্যাস...অবিরত
ক্ষতি কি...
কখনও হয় যদি সে নিয়ম বহির্ভূত?
ছুঁয়ে দিলে হৃদয় শত
কথা যদি মনের মতো
সার্থকতা হয়তো তাতেই
স্থাপিত....কবিতার অস্ত্বিত্ব!
বাঁধবে তারে কঠিন বাঁধনে
আছে কি কোথাও এমন শর্ত?


মেঘ তো আকাশে কতোই জমে
সব মেঘে কি বৃষ্টি নামে?
চেনা রঙের মেঘগুলো কি
ঝরবেই....সেই চেনা নিয়মে...?