সেদিনের শেষ বিকেলে
শ্রান্ত সে ভাঁজ-কপালে,
দিনান্তের অস্তরাগ দিয়েছিল চুমে
মুঠো ভরা অনুরাগে!
রেখেছিল আলতো পরশ
শুধু তোমারই নামে!
রাঙা মেঘ রাশি রাশি,দিয়েছিল ঠোঁটে হাসি
হৃদসাগরে উঠেছিল জোয়ার...
এলোমেলো বানভাসি!
ঘর ফেরা কোনো এক পাখি
দিয়েছিল উপহার স্বর্ণ পালক এক,
একলা মুঠোয় আজও বেঁধে রাখি!


জীবন মানে নয়তো স...বটা ফাঁকি
বুঝেছিল ভেজা রাতে অভিমানী আঁখি!
বলেছিল জোনাকীর আলো....
খোঁজো যদি...পাবে ঠিক কালোতেও ভালো!


শেষটায় আরও কিছু থাকে বুঝি বাকি...
জানি না কোন সে টানে
ছুটে গিয়ে প্রান্তরে পূবের ওই কোণটাতে
দু'চোখ ভরে আজও নতুন রাঙা ভোর দেখি!