জানি অকারণ,লক্ষ বারণ
তবুও বাঁচার হাজার কারণ!
সূর্য তো ঠিক নিত্য হাসে
পূব আকাশে...
রক্তিম প্রতিভাসে!
জোছনার সাথে চাঁদের আজও
একই আয়োজন,
তারাদের মাঝে মানুষ আজও
খোঁজে প্রিয়জন!
ঝরে গিয়ে ফুল নতুন সাজে
আবারও আসে ফিরে,
মধুর টানে অলিরা আজও
ফুলকে থাকে ঘিরে!
যা ছিল সব তেমনি আছে
বদলে গেছে সময়,
নতুন করে প্রাণটা ভরে
বাঁচতে আজও...ইচ্ছে হয়!