কান্নার ব্যথা তো তবু কম
সেতো ঝরে যায়....
ঝরে গিয়ে হালকা হয়!
ঠোঁটের ওই কৃত্রিম হাসি....
কী করে বোঝাবে সে
অন্তর যে পুড়ে যায়,
নীরব ব্যথারা তাকে
কুরে কুরে খায়....
ভুবনকে যে তবু
ভুলিয়ে যেতে হয়!
সত্যি শুধু ব্যথা...
বাকিটা অভিনয়!