একটা জানালা উপহার দেয়
সকালের প্রথম রোদ্দুর,
দেয় সে স্পর্শ দখিন হাওয়ার
মন আনন্দে ভরপুর!
ডাক দিয়ে যায় ওই জানালায়
টুকরো আকাশ নীল,
অস্তাচলে যখন সূর্য শেখায় অন্ত্যমিল!
হাতছানি দেয় ওই জানালায় বিহঙ্গদের ঝাঁক,
সাড়া দিতে মন যায় যে ছুটে শুনে মুক্তির ডাক!
অলস দুপুর একলা বিকেল মেঘলা দিনের ব্যথা
একটা জানালা বুঝে নেয় শুধু না বলা সব কথা।
দিন শুরু হয় সন্ধ্যা নামে,তারপর তিমির
ওই জানালায় চাঁদ জোছনা জোনাকীরা করে ভিড়!
একটা জানালা আগলে রাখে উদাস কবি মন
বৃষ্টি ধারায় ফুল যে ফোটায় ফিরিয়ে দেয় জীবন!