যখন দিয়েছিলে উজার করে
শেষটুকু ঢেলে...
অতীত বর্তমান আগামীর ভাবনা
যোজন দূরে ঠেলে,
ধন্য হয়েছ তুমি আর তোমার ক্ষুদ্র জীবন....
এই তো ভেবেছিলে!


জানি মানবে না,
হযতো অকারণ...তবু কোথায় যেন
তীব্র সে এক কষ্ট তো পাও মনে,
যখন ওরাই তোমায়...ফকির বলে!