শহর জুড়ে জ্বলবে আবার
লক্ষ হাজার বাতি...
যেমন কালো তেমনি রবে
বদলাবে না...রাতারাতি!
খবর নিয়ে পৌঁছে যে যায়
নিত্য ভোরের আলো,
পাতায় পাতায় সেই তো একই
মন খারাপ করা কালো!
বিপুল ব্যয়ে যতোই সাজুক
হরেক আলোকসজ্জা,
খুন হয়ে যায় মানবিকতা
মিটবে কি সে লজ্জা?
সবটাই যে কম পড়ে যায়
যতোই জ্বলুক আলো,
সব কিছু যে মিথ্যে যদি
না মেটে মনের কালো!