ভালোবাসা শেখেনি কখনো
অধিকার বুঝে নিতে,
মন ভাঙা আয়নাটাকে আস্তাকুঁড়ে ছুঁড়তে
সযত্নে তুলে রাখে গোপন দেরাজে,
কখনো তার অদম্য প্রয়াস...
যদি জুড়ে নেওয়া যায় শেষটাতে!
ভালোবাসা শেখেনি কখনো
মুখ ফুটে বলতে,
বুক ফাটে তার বহুবার...
বাস তার নীরব ব্যথাতে!
ভালোবাসা শুধু জানে তবু ভালোবাসতে
স্মৃতিটুকু রেখে যায় নিষ্পাপ হাসিতে,
জেতার নেশায় মাতে না কখনো
খুশি তার হেরে যাওয়াতে...
ভালোবাসা জানে শুধু অশ্রুতে ভাসতে!