তাকে নিয়ে অভিযোগের শেষ ছিল না কারর্ও
ভালোবেসে কেউ কাছে ডাকেনি কোনোদিন
বিচার হয়েছে অভিযোগের ভিত্তিতেই
মুখোমুখি হলে ভালো করে দুটো কথাও
হয়তো বলত না অনেকেই
পারলে কিছু কথা শুনিয়ে দিত হয়তো অযথাই।
প্রয়োজন অপ্রয়োজনে কাছের মানুষেরাও
আঘাত দিতে পিছপা হয় নি।
কটু কথা শোনা যেন তার জন্মগত অধিকার
কেউ জানতে চাইত না,অভিমান কি তারও হয়
ব্যথা কি পায় সেও?


আজ হাসপাতালের বেডে শয্যাশায়ী তার জন্য
পৃথিবী লিখছে গল্পের শেষ পাতা।
হারিয়েছে বাকশক্তি...অসাড় দেহ
কেউ কিছু জানতে চাইলে...
গাল বেয়ে নেমে আসা অবাধ অশ্রু জানান দেয়
সে বেঁচে আছে!
দলে দলে দেখতে আসে সবাই
যাদের বিরাগভাজনের তালিকায় সে,তারাও।
হঠাৎ করেই আজ সবাই তাকে নিয়ে ভালো ভালো কথা বলছে
সমব্যথী অনেকেই করছে অশ্রুপাত
কখনো মাথায় বুলিয়ে দিচ্ছে কোনো জেগে ওঠা
বিবেকের হাত!


কে এলো কে গেলো কে কী বলল
আজ কিছু যায় আসে না তাতে,
কিন্তু যখন সত্যিই প্রয়োজন ছিল....!
না ফেরার দেশ ডাকছে তাকে
মৃত্যু দাঁড়িয়ে দরজার বাইরে,হাত রাখবে বলে
অসহায় এই হাতে!
তবে কি জন্ম থেকে মৃত্যুই বেশী আপন...
অনেকটা কাছের?