কবিতার খাতা ডাকে
ওরে আয় আয়,
আর কতো দিবি ফাঁকি
সময় যে বয়ে যায়!


জানি তুই নয় কবি
কবি কবি ভাব,
শব্দ ছন্দ কথা
সবেরই অভাব!
সাদামাটা সাধারণ
তবু কবিতায় মন,
ভালোবেসে তাই তোকে
কাছে ডাকি আয়...
আর কতো দিবি ফাঁকি
সময় যে বয়ে যায়!


নেই তোর সোনা রুপো
নেই হীরে চুনী,
আড়ালে ভেজাস আঁখি
সেও আমি জানি!
কবিতা নাইবা পেল
মনোহরা সাজ,
লিখতে মনের কথা
নেই কোনো লাজ!
আঁকবি যে ছবি আজ
হৃদয়ের রঙে,
আনবে কখনো বান
তোর মরা গাঙে!


অসীমের পথে তুই
হারাবি যেদিন,
কথাদের মাঝে তবু
থাকবি সেদিন!
জগত যদি বা তোকে
নাই মনে রাখে,
আমি আর কবিতা যে
ভুলবো না তোকে!