পথ ভুলেছে পথিক....
জনপদ জনহীন,
ঝরাপাতাগুলো উড়ছে ধূলায়
মর্মরে বাজে হৃদয়বীণ!
সেই কবে তরী নোঙর বেঁধেছে
শূন্য খেয়াঘাটে,
একলা গোধূলি ফিরে ফিরে আসে
কবিতা চলেছে পাটে!
দিকে দিকে কাঁদে ধূ ধূ প্রান্তর
কোথায় কচিকাঁচা,
গণ্ডীর এপারে ওদের ঠিকানা
এখন একটি খাঁচা!