ঝড় থেমে গেছে...
নিয়ে গেছে শান্তির ঘুম
ঊড়ে গেছে চাল...
হারিয়েছে শেষ সম্বল
ওদের পাড়ায় ঘোচে না আঁধার
যেন অনন্ত রাত্রি নিঝুম!
খোলা আকাশ ঠিকানায়
জ্বলছে দাউ দাউ কখনও না নেভা
অসহ ক্ষুধার আগুন!
হৃদয়বিদারী হাহাকার
দারুণ ভাবায় ধ্বংসের স্তুপ,
প্রকৃতি এখন শান্ত ভীষণ
নিভে গেছে প্রতিশোধের আগুন
ফুটেছে যেন ধ্যানমগ্ন যোগীর রূপ!