বিষাদ বাগানে হর্ষের ফুল?
ফোটাতে বোলো না আমায়....
এতো দক্ষ মালী নই যে আমি!


মনে মনে ভাবি তো বসে...
ফুল ফোটাব মনের মতো
স্বপ্ন অনেক আঁকি,
রাত্রি শেষে ভোরের আলোয়
পুরো বাগানটাই এক ফাঁকি!


চারাগাছগুলো কতো কথা বলে
ফুল না ফুটতেই স্বপ্নে রঙ ঢালে,
মৃদু হাওয়া এসে আলতো ছোঁয়ায়
দোলা দিয়ে যায় কোমল ডালে!
ফুটতে চলেছে স্বপ্নের ফুল...
কানাকানি শুনি
প্রজাপতি আর অলির দলে!


প্রত্যাশিত ভোরের আলোয়
দেখি আমি দ্বার খুলে,
ভরেছে বাগান ঝরা বকুলে...
জানি না কোন সে ছলে!


মরে যাওয়া জমি অঝোর শ্রাবণে
ডোবে যে অথৈ জলে!


চারাগাছগুলো স্বপ্নে আবার...
ফুল ফোটাবে বলে!


copy right  14/10/17 @MMG