ঝুপ করে ঝোপে নেমেছে আঁধার
হাসছে চাঁদ,তারারা পাশে
যেন একান্নবর্তী পরিবার!
আদি থেকে অন্ত,ওরা অক্লান্ত
নীরব প্রতিবাদ...
ঘনাক আঁধার,ভয় কীসে আর?
যেন ডেকে বলে -
নির্ভয়ে এসো,ধরো অগণিত আলোর হাত!
পৌঁছে দেব কালোর ওপারে,
যেখানে জন্ম নিচ্ছে ঘাসের আগায়
ছোট্ট শিশিরবিন্দু...পরম আদরে!
ঘুম ভাঙা চোখে জাগছে কুসুম
মেলছে পাপড়ি নরম,
অরুণ কিরণে,ভৈরবী গানে
ঠিক খুঁজে পাবে...ভালোবাসার ওম!