পুরোনো যখন স্মৃতির ঘরে উঁকি মারে
ইচ্ছে গুলো সেই তো আবার বায়না ধরে।
কেমন করে বোঝাই তাকে বুঝতে যে হয় সময়টাকে
চাইলে কি আর হয় রে দেখা নিজের সাথে পথের বাঁকে!
কাল যা ছিল আজ তা ফাঁকি সময় স্রোতে বইতে থাকি
একলা ঘরে স্মৃতির পটে নক্সীকাঁথার গল্প লিখি।
থাক না তোরা অন্ধকারে যেমন ছিলি চুপটি করে
মিথ্যে কেন পা যে বাড়াস এক চিলতে আলোর তরে!