ফুলকে দেখে হিংসে হয় ভারি...
ওর কতো না রঙ রূপ,
কতো না সুবাস
ওর সুখে সুখী হতে আমারও তো আশ!


ময়ূরকে দেখে ভাবি...
এই তো প্রকৃতির অপরূপ ছবি!
কন্ঠের নীল রঙে জুড়ায় যে প্রাণ
ভাবি বসে মনমরা,
ও যে কতো ভাগ্যবান!
পুচ্ছ তো নয় যেন রঙিন চিত্রপট
অবিরাম অমৃতধারায় উপচে পড়ে...
সুখের ঘট!


বুক ভরা হতাশায় যখন
আসি ফিরে ঘরে,
ছোট্ট কচি কোমল দু'হাত
জড়িয়ে গলা ধরে!
ভাবি...
কী করে মনের এতো হয় বড়ো ভুল
ফুটিয়েছি আমিও তো প্রকৃতিতে ফুল,
জীবনের প্রতিপলে এ যে
স্বর্গীয় সুখ...নির্ভুল!


দু'পা যেতে পিছু ডেকে
সে যে আমায়  বলে,
গিয়েছিলে কোথায় তুমি একলাটি ফেলে...
পুচ্ছ ছাড়া কখনো কি ময়ূরের রূপ খোলে?


পাতাঝরা শেষে কখন যেন
বসন্ত এসে গেছে জীবনের ডালে!
কোমল রঙিন ছোঁয়ায় কখন
মনেরও দরজা গেছে খুলে!