হতাম যদি...
ভাবনা থেকেই জন্ম নেয়
আর এক নদী!
অবাধ উছল গতিপথ ধরে
দূর সীমানায় পাড়ি,
ছোটার নেশায় সুখের ছোঁয়া
নাহয় হল-ই বাড়াবাড়ি!
সিলেবাস থেকে বাদ পড়ে যায়
রূপসীর রূপটান,
কে যাবি আয় ছন্নছাড়ায়
থাক পড়ে পিছুটান!
মোহনার টানে নিভৃত ক্ষণে
মন যে খরস্রোতা,
গল্পে গানে কাব্যধারায়
বয়ে চলে নদী-কথা!