ঝিনুক কুড়োতে কুড়োতে ক্লান্ত দু'পা
ঢেউ এসে ছুঁয়ে দিলে কোনো,অজানা প্রশান্তি...
এটুকুই যা প্রাপ্তি!
দুঃস্বপ্নের ফাঁদ পাতে...
আজও চিনতে পারি না কোথায় চোরাবালি!
কিছু কিছু অভিমান জমা থাক সাগরের কাছে,
ঢেউ ভেঙে ভেঙে যাক না ছুটে দৃষ্টির আড়ালে,
বাকিটা না হয় জুড়ে নেব কোলাজে!
সূর্য তো ঠিক ওঠে,যদিও যাবেই পাটে
ঘুছিয়ে রাখা স্বপ্নগুলোএলোমেলো হয় রোজ,
পরতে পরতে সাজিয়ে আবার
সেই তো একই খোঁজ!