দেখা হবে আবার...তাও এভাবে
ভাবিনি কখনো!


বুদ্ধিদীপ্ত চাহনি,প্রাণচঞ্চল উপস্থিতি
সুঠামদেহী উদ্যমী
ইউনিভার্সিটি ক্যাম্পাসের হার্টথ্রব
রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়...
নিকোটিনের ধোঁয়ায় নিমজ্জিত
অবসাদ লুকোনোর ব্যর্থ প্রয়াসে অভ্যস্ত
জীবনবিমুখ...রজত...জাস্ট মানতে পারিনি সেদিন!


সবটা শোনার পর
তোকে বলার ছিল অনেক কিছু...পারিনি!
একটা ছোট্ট কথা ভাগ করে নিতে চাই
তাই এই লেখা!
পথ হারিয়েছি আমিও...
একবার বা দু'বার নয়...বার বার!
জীবন থেকে অনেকটা দূরে,মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
জীবনকে তখনও ছুঁয়ে...
কবিতা এসে ধরেছিল হাত...ভাগ্যিস
না হলে তো জানতামই না
হয়তো কোথাও এখনও বাকি অ...নেকটা!
আজ আমি সুন্দরের পূজারী
জীবনের আনাচে কানাচে কেবল সুন্দর খুঁজে ফিরি!
বিশ্বাস কর...খুব ভালো আছি!
জানি না কী বা কতোটা লিখছি
তবুও তো বাঁচতে আবার শিখছি!
আজ বুঝি...
জীবন মানে নয়তো শুধুই
মরীচিকা পরিহাস,
জীবন মানে মুঠোয় বন্দী
আরও অ..নেকটা আশ!


কী দূর্দান্ত আঁকতিস তুই!
আর গান...ভীষণ জানতে ইচ্ছে করে
সেই গানটা শেষ কবে গেয়েছিলি
যা শুনে পাথরেও হতো প্রাণের সঞ্চার!
কলেজ-বিশ্ববিদ্যালয়ের যেকোনো সঙ্গীত প্রতিযোগিতা...
চাম্পিয়ন ট্রফিটা বরাদ্দ শুধু তোরই জন্য!


একটা অনুরোধ...
রাত্রির শেষ সীমায় ঘুমভাঙা ভোর ছুঁয়ে দেখিস
আরও একটিবার...যদি পারিস!
হাজার প্রশ্নের একটাই উত্তর হয়তো আজও
তোরই অপেক্ষায়!


আশাকরি দেখা হবে আবার বন্ধু
অন্য কোথাও...রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে!
খুব ভালো থাকিস!