ওর তো মুক্ত ডানা ছিল
সুনীল আকাশ মাথার 'পরে...
হারিয়ে যাওয়ার সাধও ছিল,
কোন সে দোষে পাখির জীবন
একটি খাঁচায় থমকে গেল?
আঁজলা ভরে শান্তির জল
দেয়নি তো কেউ মাথায় ছুঁয়ে
জানত পাখি বাঁচতে যে হয়
শুধুই নাকি বাঁচার দায়ে...
কোন সে দোষে?
সুখ সমাবেশ জুটিয়ে ওরা
রাখত ঠিকই খুব আদরে,
মেঘের গায়ে ছুঁইয়ে ডানা
সুখ তো ছিল নীল চাদরে!
বুঝল না কেউ,জানল না কেউ
জানতে তো আর চাইল না কেউ,
কেউ দিল না টুকরো হাসি
গল্প শেষেও ওই অধরে...
কোন সে দোষে?