চেতনা ঘুমিয়ে অবচেতন ঘরে
মনের দরজায় খিল,
মানবতা ফেরারী কবেই
আসান যে মুশকিল!
অনুভবহীন যন্ত্র-হৃদয়
সত্যি শুধু শরীর,
লোভ হিংসা কামনা বাসনা
খুঁজে পায় সুখ-নীড়!
ন্যায়-অন্যায় পাপ-পূণ্য
নিছকই আঁতলামি,
বিকৃত সব ইচ্ছেগুলোই
সবচেয়ে বেশী দামী!
জন্মান্ধ হয়তো বিবেক
জানে জগৎ কালো,
বুঝতে বিভেদ মন্দ ভালোর
একমুঠো চাই আলো!
ছিনিয়ে নিতে ব্যস্ত জীবন
বোধ যে সদা বেহুঁশ,
মুখোশ পরে মানুষ সাজে
নেই কোনো মান-হুঁশ...!