হারিয়েছে কেউ রং ও তুলি
কারও বা হাতে শূন্য ডালি,
ঝরে গেছে ফুল ডাল কারও খালি
সময় এখন চোখের বালি!
কেউ বা লড়ছে শেষের লড়াই
কেউ বা গিয়েছে হেরে,
বেঁচে থাকার অধিকার কেন
কে যেন নিচ্ছে কেড়ে!
কেউ বা রিক্ত থাকে অভুক্ত
তিলে তিলে মরে প্রতিদিন,
দুধের শিশু পথে বসে কাঁদে
জীবন অন্তরীণ!
যারা ভালো আছি প্রতিদিন যেন
কৃতজ্ঞ হতে না ভুলি,
স্রষ্টার কাছে সৃষ্টির কাছে
করজোড়ে যেন বলি...
চলে যাওয়া দিন ছিল না রঙিন
তবুও কেটেছে ভালোয় ভালোয়,
রাতের আঁধার পেরিয়ে আবার
ফিরেছি নতুন ভোরের আলোয়!