সেদিন,পরিচিত একজন এসে বলল...
লেখো দেখি জমিয়ে,একখানা প্রেমের কবিতা খাসা
উজার করে দাও দেখি ঢেলে,অন্তরের ভালোবাসা!


কী করে বাঁধি বলো প্রেম,
প্রেম কি সত্যি বাঁধা যায়?
একটা সাদা পাতা যথেষ্ট নয়
কলমের কালিও যে কম পড়ে যায়,
জীবন মরণের সীমানা ছাড়িয়ে
প্রেম যে অনন্ত ঠিকানায়!
প্রকাশ যে তার...অনন্ত আকাশ জুড়ে,
জলতরঙ্গে সুর তোলে প্রেম...অনিবার
বিশাল সুনীল সাগরে!
প্রেম যে অমর...জন্ম থেকে জন্মান্তরে,
একমুঠো শব্দের বাঁধনে
বাঁধি বলো তাকে কেমন করে?


লিখতেই যদি হয় প্রেমের কবিতা
একটি নয় দুটি নয়
লিখব ভালোবাসার কথা,সারাটি জীবন ধরে
মরণেরও পরে...জন্মান্তরে!
যুগে যুগে আসব ফিরে আবার
ভালোবাসার হাত ধরে,
ছড়িয়ে দেব প্রেমের সুবাস জগত সংসারে!


মুঠোয় ভরা শব্দের বাঁধনে প্রেম
বাঁধি বলো কেমন করে...?