লিখতে তো চাই...
কুসুম কোমল প্রেমানুভবের পেলব স্পর্শে
স্বপ্নিল শব্দের মায়াময় আবেশে
হৃদয়স্পর্শী প্রেমের কবিতা!
বিশ্বপ্রেমের দরবারে সদ্য ফোটা গোলাপ হাতে
ছড়িয়ে দেবে প্রেমের সুরভি...এমন একটা কবিতা!


পারি না...কারা যেন ঘিরে ধরে আমায়!
হতে পারে...কতগুলো শীর্ণ মলিন হাত
ক্ষুধার্ত অপরিণত কন্ঠের করুণ আর্তি
কিংবা,সদ্য সম্ভ্রম হারানো কোনো নারীর
হৃদয়বিদারী আর্তনাদ!
আকাশে বাতাসে অবিরত অনুরণিত....
বিচার চাই...বিচার চাই!
কারা যেন ছুটে আসছে...এদিকেই,ওরা কারা...?
অনুভব করি হৃদয়ের সংকোচন...
কখন যেন...বিন্দুবৎ!


অগত্যা একবুক শ্বাস টেনে...ধরি কলম
মনকে পাঠাই...একাকী সমুদ্রে বালুকার তটে
কখনও সে সুদূর আকাশনীলে ছোটে
গহীন অরণ্যে বা সবুজ পাহাড়ে...
খুঁজতে বলি প্রেমের রসদ রঙিন চিত্রপটে!


শুনেও শুনি না দেখেও দেখি না
তবু যেন এড়িয়ে যেতেও পারি না!


হৃদয়কে বলি...
অনুভবে আজ আমি শুধু প্রেমময়
নাড়ব কড়া সেই হৃদয়ের দ্বারে দ্বারে...
যেখানে প্রেম ঘুমিয়ে রয়!
পৃথিবীর কোণায় কোণায়  ফোটাব প্রেমের ফুল,
প্রেমসাগরে উঠবে জোয়ার রুখব যতো ভুল,
তপ্ত জগৎ শীতল প্রেমে করব যে নির্ভুল!


সময় বয়ে যায়....মনের অপেক্ষায়!


লিখতে তো চাই...!