সময় অনিশ্চয়
মনে বাসা বাঁধে ভয়
ইচ্ছেরা তবু বলে কানে কানে
চল্ পাখা মেলি আয়,যখন মনে হয়...
মা আসছে!
পথের ধারে মাঠের 'পরে মাথা নাড়ে কাশ
আলগা মুঠোয় স্বপ্ন বোনে আশ
শরৎ সকাল ভেজায় শিশির দীপ্ত প্রতিভাস...
মা আসছে!
নীলের বুকে যখন ভেলা ভাসায় সাদা মেঘ
আনন্দেরই জোয়ার তোলে পুরোনো আবেগ,
পড়ল যেন ঢাকে কাঠি শিউলি শিউলি গন্ধ
ভয়কে যেন জয় করে নেয় সকল দ্বিধা ধন্ধ...
মা আসছে!
মিটবে আঁধার ফুটবে আলো
ওই এলো মা দুর্গা এলো
হবে অশুভের অবসান.
থাকবে কি মা অবিচল তুমি
কাঁদছে যখন তোমার সন্তান?