না শিক্ষা হয়নি...
বোধকরি শিক্ষা হবে না কখনো
ঘৃণ্যতম অপরাধ...হাত কাঁপে না এর পরও!
আবার দু'হাতে কচলে দেওয়া হল
মানবতার হৃদপিন্ড...
পড়ে রইল অবলা অসহায় প্রাণীর
বুকফাটা কান্না...হয়তো বা অভিশাপ!
রক্তাক্ত মায়ের শেষ নিঃশ্বাসও মেনে নিল হার
হারিয়ে গেল ছোট্ট প্রাণ অন্ধকারের অতলে
ছোঁওয়া হল না পৃথিবীর আলো...
ছিনিয়ে নিল মানুষ বাঁচার অধিকার!
পুড়বে আবার মানব জাতি অভিশপ্ত আগুনে
এত পাপ আর কতকাল?
নিঃস্ব হচ্ছে মানুষ মনে ও প্রাণে!
এই যদি হয় মানবিক বোধ
চির ঘুমে বিলীন হয় চেতনা,
অহংকারে বুক ফুলিয়ে
নিজেকে আর কখনো মানুষ বলতে চাই না!