আজও হাঁটি সেই পথে বার বার
স্মৃতির চাদরে মোড়া গাছটা...
সেই একই আছে!
চলতে চলতে পথ সেদিন
হলুদ শুকনো পাতা এক
উড়ে এলো কাছে...
বলে,
ঢালতে কি পেরেছ প্রেম
প্রত্যাশিত ছাঁচে?


না!না!
আমি গড়তে পারি না
আমি ভাঙতেও পারি না,
ভাঙাগড়ার খেলায় শুধু....
হতে পারি খেলনা!


উড়ে গেল সেই পাতা
ঝরা পাতাদের ভিড়ে,
মর্মর ধ্বনিটা শুধু...আজও কর্ণকুহরে!