মিনতি করি কবিতা তোমায়
আমায় যেতে বোলো না,
তোমাতেই আমি গুছিয়ে রাখি যে
অগেছালো যতো ভাবনা...
দীঘল রাতের আঁধার পথে
তুমি যে ভোরের সীমানা!


কষ্ট ব্যথা মনের কথা
তোমার কানেই বলি,
ঝরা বকুল আর শুকনো ফুলে
সাজাই হৃদয় ডালি...
তোমার মতো খুঁজবে কে আর
মনের চোরা গলি!


মেঘলা মনের আকাশ ঘিরে
সোনার আলোয় সবিতা,
জীবন জুড়ে রাত্রি যখন
চাঁদ সেজে তুমি কবিতা...
এ জীবনে ফুরোবে না আর
বলব তোমায় যে কথা!


মিনতি করি কবিতা তোমায়
আমায় যেতে বোলো না,
অশান্ত এই জীবনের ভিড়ে
তুমি যে শান্তি ঠিকানা...
তুমি ছুঁয়ে দিলে যায় হারিয়ে
মনের নীরব যাতনা!