বন্দী করি মাঝে মাঝে
গোটা একটা আকাশ...
ক্লান্ত একাকী জানালায়,
ঠিক যেমন মুঠোফোনে পৃথিবী!
রঙ ছড়াই যেমন খুশি,
কল্প ডানায় চেপে
উড়তে পারি বেশ...মেঘেদের পাশাপাশি!
নীল ক্যানভাসে,মনের ছবি
আকাশ এখন আমার, তাই
মেঘেদের কাছে রাখি দ্বিধাহীন দাবী...
যাস না রে মেঘ অন্য কোথাও
অন্য কারও আকাশে,
ভিজিয়ে দে না আজকে আমাঁয়
জুড়িয়ে দে না তপ্ত জ্বালা
শান্ত শীতল আবেশে!
রক্তিম ওই গোধূলি কোণে
মন যে মেলে ডানা,
জগত যখন খুব অচেনা
আকাশ তখন সবচেয়ে বেশি চেনা!
বিদায় বেলায় চুপিসারে
বলি আকাশের কানে....
আসিস আবার একলা ক্ষণে
মাতিয়ে দেব দুজন আবার    
মুক্তির গানে গানে!
বাজাই যখন বেদন বাঁশি
আকাশটা যে
সবচেয়ে ভালো বোঝে তার মানে!
মন খারাপের বিকেলে তাই
আকাশ আমায় সবচেয়ে বেশি টানে,
মুক্তির ওই ঠিকানা খুঁজি
পাখিদের কলতানে!