জ্বলেছিল নিজে...অন্তিম মুহূর্ত পর্যন্ত
জ্বালায় নি কখনো!
ছড়িয়েছে শুধু আলো...নিকষ আঁধার ঠেলে,
কখনো বা, সুবিচার দেবে বলে,
নীরবে...!


জ্বালাতেও জানত...প্রয়োজনে
ছারখার করে দিতে হলে
রোষের আগুনে,
সরবে...!