অজান্তে এসেছিল গল্প বলা ভোর
মন জুড়ে আবেশ ছিল কন্ঠে মধুর গানও ছিল
নক্শীকাঁথার উঠোন জুড়ে নামটা ছিল তোর।
পথ খুঁজে পায় একলা নদী
বইছিল সে নিরবধি,
সবুজ ঘেরা পাহাড় ছুঁয়ে
ছুটত এ মন স্বপ্ন নিয়ে
ফুলের ভারে তরুলতা কপাল ছুঁয়ে পড়ত নু'য়ে।


আজ ছবিটা অন্যরকম
ময়ূর কেন তোলে না পেখম
বাঁধন ছাড়া মুক্ত নেশায়
স্বপ্নেরা আজ অচিনপুরে
তুইও তো আর দিস না যে আজ
কপাল ছুঁয়ে আলতো করে।