জীবন, সে তো যেমন তেমন
ছোটো হতে শুধু চায় যে এ মন!
যুগের হাওয়ায় বিষের ছোঁয়া
মনের কী আর দোষ,
দিকে দিকে সংকীর্ণতা
রেষারেষি আক্রোশ!
কে যে সঠিক কে যে বেঠিক
বোঝাই যে আজ দায়,
হিংসা বিবাদ চলছে বেড়ে
মন যে মৃত প্রায়!
বড় মনের মানুষগুলো
জগতে আজ বোকা,
চলার পথে মুখিয়ে থাকে
ঠগবাজি আর ধোঁকা !
এরই মাঝে সাহস করে
যে মন মেলে ডানা,
সংকীর্ণ ওই মনের ভিড়ে
হারায় যে তার ঠিকানা!