আরশি আমায় সুন্দরী বলে নি কোনোদিন
আমিও প্রশ্ন করিনি কখনো...
মুখের 'পরে সত্যিটা বলে দেবে বলে!


পথের বাঁকে তুমি....
হাতে হাত রেখে পেরিয়ে গেছি
অনেকটা পথ...
থমকে দাঁড়িয়েছি কোনো এক অজানায়,
এ যে আরশি নগর!
ধরা পড়ি নিজের কাছে
রূপ সে এক অচেনায়!
এই আমি কি সেই আমি?


আজও তোমাকে দেবদূত বলেই মানি!


আজ যখন ফিরে আসি
একান্ত আপন পুরোনো আরশির কাছে...
উন্মীলিত আঁখিপল্লব
সুন্দরের সংজ্ঞা শেখাই ওকে!
হাজার প্রশ্ন ছুঁড়ে দিই ওর দিকে,
নির্দ্বিধায়....
উত্তরের অপেক্ষায় থাকি না আর!