প্রশ্রয় দিয়েছিল আয়না
মনও তো ধরেছিল বায়না!
আসকারা দিয়েছিল জোছনা
কোথাও তো বাধা কোনো ছিলনা!


তাই আমি ছুটে গেছি জানতে
দিবা শেষে গোধূলির অন্তে!
পারবে কি সে আমারে চিনতে
ভালোবেসে ফেলেছি অজান্তে!


পারিনি তো হতে তবু দ্বিধাহীন
কথাদের ভিড়ে কথা হলো লীন!
হতাশার মাঝে আশা হলো ক্ষীণ
সুরহারা হয়েছিল হৃদবীণ!


পথ চেয়ে বসে আজও আনমন
জানি না তো কতো দূরে সেই ক্ষণ!
বুঝে নেব চায় কী যে তার মন
চায় না আমার মন অকালে শ্রাবণ....!