না বলা কথাগুলো আজও
না বলেই চলে যাবে প্রিয়...
যেতে যেতে একবার ফিরে তবু তাকিও!
বসন্তের পথ চেয়ে
বসে কতকাল...
তুমি বিনে জীবনে যে
রঙের আকাল!


প্রশ্নেরা ঝড় তোলে হৃদয় গহীনে
উত্তর খুঁজে ফিরি তোমার নয়নে...!
না বলেও কত কী যে বলে যাও তুমি
অধীর নয়নে শুধু চেয়ে থাকি আমি...!


যে কথা হয়নি বলা
আজ বুঝি হয় বলা,
পাশাপাশি পথ চলা
তবু সেতো না বলা...!


বলবে সে কথা তুমি,শুনব না বলা কথা
ঘুমভাঙা রাত জানে এ ব্যথা কী যে ব্যথা...!