(পূর্বপরিকল্পিত নয়...
শ্রদ্ধেয় প্রিয় কবি শ্রী লক্ষণ ভান্ডারী মহাশয়ের অনুরোধে আমার সীমিত ক্ষমতায় অতি ক্ষুদ্র প্রয়াস
প্রিয় কবিকেই উৎসর্গ করলাম!)



নারী মানে- নাড়ীর টান....
              বিশ্বমায়ের চরণ ছুঁয়ে
              নবীন প্রাণের
              প্রথম আলোক পূণ্যস্নান!
নারী মানে- স্নেহের আঁচল...
              মমতার ছত্রছায়ায়
              ভীরু পায়ের
              নির্ভীক চলাচল!
নারী মানে- জ্ঞানের আলো....
              যার পরশে জ্ঞানচক্ষু
              পাপড়ি মেলতে
              প্রথম শিখলো!
নারী মানে- প্রেম...ভালোবাসা...
              ঘিরে তাকে সব আশা
              কখনো বা অভিলাষা,
              দিশেহারা আঁধার পথে
              সেই তো কখনো আলোর দিশা!
নারী মানে- শক্তি মনের....
              অচলা ভক্তি চোখে
              দীপ্তিমান শিখা বুকে
              মঙ্গলদীপ জীবনের!
নারী মানে- সর্বংসহা....
              ঠোঁটের হাসিতে লুকানো বেদনা
              অন্তরে আমরণ
              দমিত স্পৃহা!
নারী মানে- ত্যাগের মূর্তি....
              শর্ত স্বার্থহীন উৎসর্গীকৃত প্রাণ
              সংযমে খোঁজে প্রীতি!


হ্যা,আমি তাদেরই বলছি আজ...
ভাবে যারা,
লাটাই আছে তাদেরই হাতে
বাঁধবে তাতে ইচ্ছেসূতো,
খেলাবে যেমন খেলবে নারী
ঘুড়ির মতো!
ওরে অজ্ঞানী মূর্খের দল..
কীভাবে বোঝালে আর বুঝবি তোরা বল,
নারী মানে- কোনো আঞ্চলিক সীমারেখা নয়
নারী মানে তো অনন্তের পথে
সীমানা খুঁজতে হয়,
ইচ্ছে সূতোয় বাঁধলে তারে
সৃষ্টি কেবল ধ্বংসের পথে ধায়....!


কীভাবে বোঝালে আর বুঝবি তোরা বল,
নারী মানে....