রাজার কথায়
কবির পাতায়
ওদের জন্য বিস্তর আয়োজন,
গল্পের শেষে ওরাই মরে...
শব্দগুলো মেটায় না যে
একমুঠো ভাতের প্রয়োজন।
ভুবন জোড়া এতো আলো
তবু যেন সব কলো।
অস্তগামী সূর্যের পানে
শূন্য দুটি হাত,
কালকের ভোরে আনবে কি সে
একমুঠো গরম ভাত?