একটি পাখি  গাছের ডালে
দেখছে আকাশ মেঘাবৃত,
কালো মেঘের গা বেয়ে জল
নামছিল যে অবিরত!
এই গাছে তার ছোট্ট বাসা
ডিম দুটি তার দারুণ খাসা!
বাড়ছে দুটি ছোট্ট প্রাণ
সেই সুখেতেই গায় সে গান!
আজকে আকাশ ভীষণ ভারী
আসছে কি ঝড়?
দিচ্ছে বাতাস আভাস তারই!
বইছে হাওয়া শনশনিয়ে
এই বুঝি সব নেয় ছিনিয়ে!
বুক কাঁপে তার দুরু দুরু
এই কি তবে ঝড়ের শুরু?
আঁকড়ে ধরে সাধের বাসা
মন জুড়ে তার অটুট আশা!
হঠাৎ প্রলয় আসল তেড়ে
সমূলে গাছ নিল উপড়ে!
ছিন্ন হল পাখির বাসা
মানল যে হার ভালোবাসা!
বুক ফেটে তার কান্না ঝরে
ডাকবে কাকে আদর করে?
জাপটে ধরে ছোট্ট ডানায়
টুকরো ডিম আর ছিন্ন বাসা
এই বাসাতেই স্বপ্ন ছিল
ডিম ছিল তার দারুণ খাসা!