যে হাসিটা বহাল থাকে মুখে
সেটা মেকী নয়,
ওরা অভিনয় শেখেনি
ওরাই তো জানে...
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
কীভাবে বাঁচতে হয়
দেখে মনে হয়....
চিরতরে যেন ভয়কে করেছে জয়!
জীবন ওদের ভালোবেসে
আগলে রাখেনি কখনো,
তবু ওরা জীবনকে ভালোবেসে
বেঁচে আছে এখনো।
মহামারী অতিমারী কিংবা আকাশ পড়ুক ভেঙে
যায় আসে না কিছুই তাতে
বানকে ডাকে মরা গাঙে!
সইতে পারে তৃণের মতো
বইতে পারে নদীর মতো
মোহনার খোঁজে আগ্রহ নেই
বহন করে পলি বালি পাথর যতো।
সমাজও কদাচিৎ ওদের পাশে থাকে
পরিচয়হীন মানুষ ওরা
পরিযায়ী ভবঘুরে ভিখিরী...
এসব নামেই সবাই ওদের ডাকে!
কালকের কথা মনে রাখে না ওরা
পরশু কী হবে ভাবে না
আজকের দিন উতরে যাওয়াই
জীবন জুড়ে সাধনা।