ভাবনা তোমার...
কলম তোমার
অন্যায়ের প্রতিবাদ?
সম্পূর্ণ অধিকার আছে তোমার
কিন্ন্তু সমাজ....
সেতো তোমার একার নয়!
যখন তুমি সমাজ শিক্ষকের ভূমিকায়
সুস্থ শব্দে ভাষার প্রয়োগ...
সে ভার তো তোমার 'পরেই রয়!
এঁকো না তুমি প্রতিবাদের এমন ছবি
যা থেকে একফোঁটা কালো রঙ এসে
কালিমা লেপে দিয়ে যায়....
তোমার সাদা পাতায় কবি!