আমার প্রজাপতি স্বপ্নেরা
অলীক ডানা মেলে
রূপোলি জোছনায়....
চাঁদকে রূপকথার গল্প শোনায়
এতো সময় চাঁদের কি হয়?


চাঁদ বলে,..
আজ নয়,এসো অমা রাতে
একান্তে হবে কথা,
অবসরে দেখা হবে
তোমাতে আমাতে!


আমার জোনাকি মন
আঁধারের পথে...
মিঠে আলো জ্বালে সে যে
মনের কোণেতে!
চাঁদ বলে...দুঃখিত!
পারলাম না যে আমি
তোমায় চিনতে!
জানো নাকি তুমি
আমি যে ছুটিতে...!


আমার শিশু মন তবু
আজও অবেলাতে....
কেঁদে চলে অবিরাম,
বার বার হারে সে যে
লুকোচুরি খেলাতে...!