তুই তো তবু মুক্ত ডানায়
দিব্যি উড়িস নীল আকাশে,
আমি তো এক বন্দী পাখি...
নিত্য সাজাই স্বপ্ন উড়ান
তোরই ডানায় ওড়ার আশে!
বন বাদাড়ে হঠাৎ ঝড়ে
তোরও জানি ভয়,
বাঁচবি তবু যে ক'টা দিন
বন্দী তো তুই নয়!
তুই তো তবু জীবন খুঁজিস
সবুজ পাতায় পাতায়,
বন্দিনী মন,কল্পলোকের গল্প রচে
অবুঝ জীবন খাতায়!
হৃদয় বীণায় সুর তুলে গাই
শেকলছেঁড়া গান,
টুকরো সে এক ইচ্ছে আমার
সজীব রাখে প্রাণ...
বিদায় বেলায় আকাশ নীলে
করব আলোক স্নান,
থাকবে,সেদিন আমার জন্য
বিধির মুঠোয় দান...?