অবুঝ মন...
বড়ো বেশী আবেগপ্রবণ
আলতো আঘাতে ভেঙে খান খান,
যখন তখন!
চৈত্র বৈশাখ শরৎ হেমন্ত
আকাশে মেঘ সদা বাড়ন্ত...
জোর করে চলে আসে শ্রাবণ!
সবাই বলে...ও তো এমনই
কথায় কথায় ছিঁচ-কাঁদুনি,
সাধ করে আর আগ বাড়িয়ে
জানতে চায় না কেউ...
কোন আঘাতে ভাঙল আবার
মেয়ের ঠুনকো মন!
রাগ করে চিলেকোঠাও...বলে
ঢের হয়েছে যা দেখি মেয়ে
তুই মানেই তো মেঘে ঢাকা রাত
দেখছিস তো আজ পূর্ণিমা চাঁদ
আকাশেতে জোরালো,
অকারণে আর ভেজাস না বরাত
অভিমানে নেই রে কিছু,যদি পারিস
দ্বারেতে সুযোগ...চাঁদের কাছে চেয়ে নে
এক মুঠো আলো!