চৌকাঠের ওপারে অচেনার ভিড়ে
অজানার আহ্বান,
এপারে -
দু'পা পিছোলেই রাতারাতি কারা যেন
নির্মান করেছে বিধি নিষেধের দীর্ঘ প্রাচীর!
মুঠিবদ্ধ হাতের পরশে তবু নির্ভয়তার আশ্বাস-
তারও স্থায়িত্ব কতটা, বলবে সময়!
অগত্যা -একবুক শ্বাস টেনে
আলতা রাঙ্গা পদার্পন ওপারে,
সঙ্গীরূপে- সহনশীলতা,অনেকটা ধৈর্য,ত্যাগের মন্ত্র
অপেক্ষায়- স্বপ্নময় আনন্দঘন ছায়াশীতল ভবিষ্যত
কিংবা অন্ধকার সীমাহীন অতলতা!
অনিশ্চয়তার সাগরে ডুব দিয়ে অবলীলায়
জীবন কেটে যায়...মুক্তো খোঁজার চেষ্টায়!
জগতের ধারক ও বাহক বলা যায় যাদের
নির্দ্বিধায়....!!