শুধু কি দেহই পোড়ে
অন্তর জ্বলে খাক হয়ে যায়
কুরে কুরে ওরা মরে...
যারা বেঁচে থাকে,
ক্ষত সারানোর অঙ্গীকারে
সাড়া দেয় আগামীর ডাকে!
জীবন তবু থামে না জানি
ফুল ঝরে গেলে অর্থহীন হয় না কি ফুলদানি?
তবুও বাঁচতে হয়
খানিকটা জোর করেই...
ঠোঁটের হাসিতে সাবলীল বলে
কেউ তো দিব্যি দেয় নি
অন্তর ভরবে না জলে!
কাগজে কলমে লিখে দিলেই
সত্যি প্রমাণ হয় না,
অলিখিত কিছু হাসে কি কাঁদে
কেউ যে জানতে চায় না!