যত্ন করে কেউ যদি
এই দু'চোখে স্বপ্ন আঁকে,
আমিও তখন মেঘ সরিয়ে
স্বপ্ন খুঁজি ফাঁকে ফাঁকে!
যদিও লড়াই একারই হয়
স্বপ্ন ছুঁতে লড়তে হয়,
পথটা তবু সহজ হয়
চলতে ভারি ইচ্ছে হয়
সাধারণও উতরে যায়
আন্তরিক অনুপ্রেরণায়।
লড়াই শেষে শূন্য ডালি
ফুলে ফুলে নাইবা সাজে,
কুড়িয়ে নেওয়া শব্দ কিছু
তোলা থাকে গোপন দেরাজে।