এমন একটা বসন্ত চাই
যে শুধু নয় রঙিনের জন্য,
বর্ণহীন জীবন যতো
রঙ ছুঁয়ে তার হবে ধন্য!


এমন একটা বসন্ত চাই
যেখানে কোকিলের কুহুতান
শোনাবে শুধুই জীবনের গান,
যে গানে জেগে ওঠে পাথরেও প্রাণ!


এমন একটা বসন্ত চাই
ঝরবে সেথায় প্রেমের ধারা
শান্ত হবে হৃদয় যতো
যেথায় ছিল প্রেমের খরা!


আমি তেমনই একটা বসন্ত চাই
ভরিয়ে দেবে সাম্য রঙে,
ফুলের পেলব ছোঁয়ায় আবার
উঠবে জেগে রঙিন ধরা...!