মাথার 'পরে অনন্ত মুক্ত আকাশ
নীল রঙটা ওরা বোঝে না,
বাতাস জুড়ে মিষ্টি সুবাস?
পিছু নিয়ে ওরা,ফুলকে কখনো খোঁজে না!


তিক্ত স্বাদে রিক্ত জীবন
যাপন জুড়ে ব্যথা,
কী যায় আসে সমব্যথী কেউ
লিখলে কাব্যকথা!
পথের ধূলায় ইচ্ছে লুটায়
সুখ ধুয়ে যায় অশ্রু ফোঁটায়,
রাত্রি যেন থমকে দাঁড়ায়
নিত্য দিনের ঘড়ির কাঁটায়!
বইছে ওদের জীবন নদী
ক্ষুধার জ্বালা মেটার দায়,
আমোদী ঠোঁটে যখন 'আহা'
ওদের শ্বাসে শুধুই 'হায়'!
ওদের ভাঙা জীবন-তরী
বাইবে কোনো আলোর দিশায়,
কাণ্ডারী এক মিলবে এবার
দিন আসে যায় তারই আশায়!