টবে মাটি আছে...
বাতাস তো নিরলস বয়
নিয়ম করে জল না পেলেও
হঠাৎ বৃষ্টি শুকনো মাটি ভিজিয়ে দিয়ে যায়...
যে গাছটা মনটা ভরায় ফুল ও সবুজ পাতায়
দিনের শেষে সেও তো থাকে কোনো এক বিশ্বস্ত হাতের অপেক্ষায়।
যে হাতটা যত্ন করে জল দেবে গোড়ায়
ঝড় উঠলে সরিয়ে আনবে ব্যালকনি বা জানালার ধার থেকে
কিংবা কখনো ঠিক মনে করে আগাছাগুলো ছেঁটে দেবে হাজার কাজের ফাঁকে
বোবা গাছটা দিনের শেষে খুঁজে ফেরে সেই বিশ্বস্ত
হাতটাকে...
হৃদয় নিংড়ানো নিখাদ ভালোবাসায় যে স্পর্শ করবে তাকে।